নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে বাস ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হন আরো ৫ জন। বুধবার বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের পৌরশহরস্থ দূর্গাপুর (কারিকোনা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরোহী শাহেদুজ্জামান (১৮) পৌর এলাকার ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের ছেলে ও আল-মদিনা বিদ্যানিকেতনের (চৌধুরীগাঁও) দশম শ্রেণীর ছাত্র।
আহতরা হলেন, বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছেলে জহির (১৯), ময়না মিয়ার ছেলে নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের ছুরাব আলীর ছেলে আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের ছেলে কাউছার (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭) গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখি একটি যাত্রীবাহী বাসের (সিলেট-জ-১১-০৬০২) সাথে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে রশীদপুরগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষেরর ঘটনা ঘটে। এ সময় দুই মোটর সাইকেলে থাকা ৬ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের মধ্যে আরো ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাস ও দুটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply