বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ক্রিকেটের আসন্ন আসর শুরু হতে এখনও ঢের সময় বাকি। তবে এর মধ্যেই নিজেদের দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইগুলো। তারই ধারাবাহিকতায় জানা গেল, সিলেট স্ট্রাইকার্সের আইকন প্লেয়ার্স হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মেচিত হয়েছে আজ (বুধবার)। এদিন দুপুরে হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে লোগো উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে জানানো হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবার সিলেট স্ট্রাইকার্সের আইকন প্লেয়ার।
শুধু তাই নয়, চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই চার ক্রিকেটার হলেন- পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস। তারা সবাই বিপিএলের শুরু থেকেই দলে থাকবেন বলে নিশ্চিত করা হয়।
এদিকে সিলেট স্ট্রাইকার্সের সহকারি কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ আলম। আর ম্যানেজারের ভূমিকায় থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার ও ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, ফিল্ডিং কোচ ডলার মাহমুদ ও স্পিন কোচ মুরাদ খান।
Leave a Reply