গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন লাল দাস নামের এক যুবকের মৃত্যু যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ঘোষগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
মোহন লাল দাস প্রয়াত মুন্না লাল দাসের পুত্র। তারা দীর্ঘদিন ধরে পৌর এলাকার কদমতলীস্থ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, শনিবার রাতে ঘোষগাঁও গ্রামে মোহন লালা দাস তাদের একটি নির্মাণাধীন বাসায় গেলে সেখানে থাকা বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহন লাল দাসের ছোট ভাই রাজন লাল দাস।
Leave a Reply