বিশেষ প্রতিনিধিঃ- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ পেলেন জামালগঞ্জ ভীমখালী ইউনিয়নের কৃতী সন্তান সায়েক রাজা। পদ ঘোষণা করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে উচ্ছ্বাসের হাওয়া।
সায়েক মিয়া
তিনি ২০০৮ সালে থেকে ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সবসময়। ভীমখালী ইউনিয়ন ছাত্রলীগে সুসংগঠিত করার পাশাপাশি জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগে মিছিল মিটিংয়ে তার ভুমিকা ছিল অগ্রগন্য। স্কুল ও কলেজ জীবনে জামালগঞ্জ উপজেলা পাশাপাশি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সক্রিয় ছিলেন।
সায়েক মিয়া তার বাবার নাম ফজলুর করিম মাথার নাম নাসিমা বেগম। সায়েক মিয়া
জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য,
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড সুনামগঞ্জ জেলা সাবেক আহবায়ক,মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য ছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ পাওয়া কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ বলেন, সায়েক মিয়া উপজেলা থেকে জেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিল, সে এখন প্রবাসে থাকে আমরা কেন্দ্রীয় কমিটি যেহুতে প্রবাসে বিভিন্ন শাখা কমিটি দিতে পারি নাই তাই যারা ত্যাগী ছাত্রলীগ কর্মী যারা প্রবাসে অতপ্রোতভাবে ছাত্রলীগের সাথে জড়িত তাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করিছি। সায়েক মিয়া কে আমরা কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনোনীত করেছি।
যোগাযোগ করা হলে ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আব্দুর রাহিম সায়েক মিয়া কে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply