নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণিল শোভাযাত্রায় বরণ করা হলো স্বাধীনতার মাসকে। বুধবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো শাফিউর রহমান, পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপিত শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ।
বিভাগীয় কমিশনার মার্চ মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন স্বদেশ দিয়ে গেছেন আর বঙ্গবন্ধুকন্যা উন্নত-সমৃদ্ধ দেশ উপহার দিতে ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১’ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছেন। নিজেদেরকে স্মার্ট নাগরিক গড়ে তুলে স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার ব্যবস্থার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে নতুন প্রজন্মের প্রতি তিনি আহ্বান জানান।
শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
Leave a Reply