নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
শিরোনাম
জামালগঞ্জে ৪র্থ পর্যায়ে মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ২’শত জন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও’র পুরস্কার বিতরণ সম্পন্ন ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা শিমুলের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড রেকর্ডময় ম্যাচ সিলেট বিভাগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩ হাজার পরিবার রুবেল বক্স ও শিমুলের পিতৃবিয়োগে সিলেট মহানগর বিএনপির শোক গোয়াইনঘাটে ডিএন স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ সম্পন্ন কানাইঘাটে সন্ধিপন এডুকেশন ট্রাস্টের এইচএসসি উত্তীর্ণ সংবর্ধনা সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ঠাই হলো যাদের সুরমা নদীগর্ভে বিলীন হচ্ছে জামালগঞ্জের বিস্তীর্ণ লোকালয় ফসলি জমি
বন্যায় সিলেটের সবজি বাজারে আগুন

বন্যায় সিলেটের সবজি বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সিলেট। বিভাগজুড়ে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণও। অনেক এলাকায় অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে কৃষকের ফসল। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আলু।
শনিবার নগরীর কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির দাম সর্বনিম্ন ৫০ টাকা। শুধুমাত্র আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে। এই অবস্থায় ক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের মরণ ছাড়া আর উপায় থাকবে না।
আম্বরখানা সবজি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, টমেটো ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁড়স, পটল ও ঝিঙা ৫০-৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা প্রাইভেট চাকুরীজীবি শাহীন আহমদ বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো না। মানুষের আয় কমে গেছে। অসংখ্য মানুষ বেকার হয়ে ঘুরছে। ব্যবসায়ীদের ব্যবসা ভালো না। বাজারের অবস্থাও যদি এমন ঊর্ধ্বমুখী হয়, তাহলে আমরা বাজার করব কী করে? আমাদের সংসার চলবে কী করে?
শ্রমজীবি রুহুল আমীন জানান, অসুস্থতার কারণে তেমন কাজ করতে পারেন না। সংসারে একমাত্র কর্মক্ষম তিনি। সারাদিন কাজ করেও মিলছেনা ৫০০ টাকা। সবধরনের সবজির দাম বেশি হওয়ায় বাজারে এসে তাকে খুঁজতে হয় কমদামি সবজি।
রিক্সা চালক আব্দুল জব্বার বলেন, বাজারে জিনিসপত্রের যেই দাম, সে অনুযায়ী তো পারিশ্রমিক বাড়ে না। দৈনিক কাজ করে যেই টাকা আসে, তা দিয়ে বাজারই হয় না। চালের দাম বাড়তি, তেলের দামও কিছুদিন পর পর বাড়ে। সবজির দামও বাড়তির দিকে। চার জনের সংসার, টানতে খুবই কষ্ট হয়।
খুচরা পর্যায়ের সবজি ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর থেকেই কাঁচা সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বেশি। এরপর আবার বৃষ্টির কারণেও বাজারে তেমন সবজি আসছে না। আসতে গেলে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। যেকারণে প্রতি কেজি সবজিতে ১৫-২০ টাকা বেড়েছে খুচরা বাজারে।
বন্দরাবাজার লালকুঠি সিনেমা হলের সামনে আলু, পটল, চিচিঙ্গা, টমেটোসহ অন্যান্য সবজি সাজিয়ে বসেছেন আকবর আলী। সবজির দামের প্রসঙ্গে এই বিক্রেতা বলেন, বাজারে সবজির সরবরাহ মোটামুটি কম। যেরকম চাহিদা আছে, তার চেয়ে যদি সরবরাহ কম থাকে দাম তো বেশিই হবে।
তিনি বলেন, কয়দিন পরপরই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেলে বাজারে সবজি কমে যায়। বিভিন্ন জেলা থেকেও এই সময়ে সবজি আসতে পারে না। তাই সব সবজিরই এখন দামটা বেশি।
এমন পরিস্থিতিতে সবজি বাজারে ক্রেতা বাড়লেও বিক্রি বাড়ছেনা বলে জানিয়েছেন সবজি একাধিক সবজি বিক্রেতা। দাম বেশী হওয়ায় এক কেজির স্তলে কেউ কেউ আধা কেজি সবজি নিতে বাধ্য হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET