নিজস্ব প্রতিবেদক : পেট্রল ও সিএনজি পাম্পে দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদে সিলেটে আন্দোলনে যাচ্ছেন জ্বালানি তেলের ব্যবসায়ীরা। রোববার রাতে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়েরকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
আগামী বুধবার সিলেট নগরে ট্যাংকলরির মিছিল কর্মসূচি ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রল ও সিএনজি পাম্প বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে যৌথ সভায়।
কর্মসূচির ঘোষণা দেওয়া সংগঠনগুলো হলো বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সিরাজুল হোসেন আহমদ আলমগীর, হুমায়ুন আহমদ, কামাল উদ্দিন, সুব্রত ধর বাপ্পি, মো. ফয়জুল ইসলাম, মো. ফয়েজ উদ্দিন আহমদ, আখতার ফারুক লিটন, সাজুয়ান আহমদ, হাজি হোসেন আহমদ, মনিরুল ইসলাম, মুশফিকুর রহমান সায়েদ, জুবের আহমদ খোকন, কাজী মাহবুব হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের সিএনজি ও পেট্রলপাম্পে অনেক দিন ধরেই দুষ্কৃতকারীরা কোনো কারণ ছাড়াই হামলা করে যাচ্ছে। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিছুদিন আগেও একটি পাম্পে হামলা করা হয়। আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও সব সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্রলপাম্পে শ্রমিকদের হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং শাহপরান থানার ওসি মো. আবুল খায়েরকে প্রত্যাহারের করতে হবে।
এ বিষয়ে শাহপরান থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ‘ফিলিং স্টেশনে হামলার ঘটনায় মামলা হয়েছে। সেটি তদন্তাধীন। আসামিরা আদালত থেকে জামিনে আছেন। এখন তারা কেন আমার প্রত্যাহার দাবি করছেন জানি না।’
Leave a Reply