নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, ২য় ও ৩য় ধাপের তারিখ পরিবর্তন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, ২য় ও ৩য় ধাপের তারিখ পরিবর্তন

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা ৩ ধাপে নেওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে আজ (২২ এপ্রিল) ২২ জেলায় পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ২৭ মে হওয়ার কথা রয়েছে। কিন্তু ২৭ মে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিএসএস) পরীক্ষা থাকায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ এটি। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ২৭ মে বিসিএস পরীক্ষা হবে। তাই ঐ দিনের প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৩ জুন। আগামীকাল প্রথম ধাপে যাদের পরীক্ষা তাদের ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের আবেদনে উল্লেখিত নম্বরে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হয়েছে।
প্রথম ধাপের প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এজন্য ওয়েবসাইটে গিয়ে ‘ডাউনলোড এডমিট কার্ড’ অপশনে ক্লিক করতে হবে। এরপর উইজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ডের পরিবর্তে এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিতে পারবেন। পরীক্ষার দিন অবশ্যই এই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে। নিতে হবে জাতীয় পরিচয়পত্র ও প্রবেশপত্রের রঙিন কপি।
২২ এপ্রিল প্রথম ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো- ঢাকা, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট।
এছাড়া যেসব জেলার কিছু উপজেলায় পরীক্ষা নেওয়া হবে, সেগুলো হলো যশোর (ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা), সিরাজগঞ্জ (উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর), ময়মনসিংহ (ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ), নেত্রকোনা (আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া), কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী), টাঙ্গাইল (সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর), কুমিল্লা (বরুড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি) ও নোয়াখালী (কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমুড়ী, সুবর্ণচর)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET