ডেস্ক রিপোর্ট : প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল বুধবার রাত সাড়ে ১০টায় প্রকাশ করা হয়েছে। এতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এই শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. রেজওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশিত হয়। প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রথমে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় প্রাথমিকের ফল প্রকাশ করা হয়। এর চার ঘণ্টা পর বৃত্তির ফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
Leave a Reply