নিজস্ব প্রতিবেদক : মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও কোনভাবেই থামানো যাচ্ছে না পরিবেশ বিধ্বংসী পলিথিন কারবারিদের। তাই সিলেটব্যাপী নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পরিবেশ অধিদপ্তর।
পলিথিন কারবারিদের ঠেকাতে সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহযোগিতায় হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট। দিনভর পরিচালিত অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১ টনেরও বেশি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।
১১টি প্রতিষ্ঠানের মধ্যে রতন রায় স্টোরকে ৮০ হাজার, জামাল স্টোর ৩৫ হাজার, গনেস্বর ভান্ডার ৩০ হাজার, শ্যামা স্টোর ৩৫ হাজার, দয়ামায়া স্টোর ৫০ হাজার, কৃষ্ণ চন্দ্র পালকে ১ লক্ষ, চুটু মিয়া স্টোরকে ৩০ হাজার, স্বরূপ ভান্ডারকে ১ লক্ষ, হরিলাল স্টোরকে ৪৫ হাজার, মেসার্স কাজল চক্রবর্তীকে ৫০ হাজার ও ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
Leave a Reply