নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
পরিবহন মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না: বিআরটিএ চেয়ারম্যান

পরিবহন মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না: বিআরটিএ চেয়ারম্যান

খুলনায় পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বলেন, ‘পরিবহনের মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না।’

শুক্রবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সংবাদ এক সংবাদ সন্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘গণপরিবহন বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের কাছে কোনো দাবিও জানায়নি।’

প্রসঙ্গত, খুলনায় বিএনপির সমাবেশের আগের দিন শুক্রবার সকালে থেকে দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট ডেকেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও। বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার জন্য এ ধর্মঘট ডেকেছে নৌ-যান শ্রমিকরা।

সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অবকাঠামো যাই আছে আমরা এটা ব্যবহার করতে পারছি না। এর জন্য গণসচেতনতা প্রয়োজন। আমি অনুরোধ করবো; বাস স্টপেজ গুলো যেন ব্যবহার করা হয়। সেটা আমরা আমাদের সীমিত জনবল দিয়ে ঠিক করার চেষ্টা করছি।’

যারা আইন মানেন না; প্রয়োজনে তাদের শাস্তি দেওয়ার কথা জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘বিআরটিএ থেকে সপ্তাহে ছয় দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর বাইরে জেলা প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

ঘরের সামনে থেকে যাত্রীদের গাড়িতে ওঠা-নামার মানসিকতার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাস থেকে ঘরের সামনে নামতে হবে। আবার ঘরের সামনে থেকে গাড়িতে উঠতে হবে। আমাদের এমন চরিত্র পাল্টাতে হবে। বিদেশিরা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে অনেক দূর পর্যন্ত হেঁটে যায়; আর আমাদের ১০ মিটার হেঁটে যেতে ইচ্ছে হয় না।’

তিনি আরো বলেন, ‘পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করেন না। ফুটওভার ব্রিজও ব্যবহার করেন না। এ জন্য দুর্ঘটনাগুলো ঘটছে। অপ্রাপ্তবয়স্করা মোটরসাইকেল চালাচ্ছে আবার অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও গাড়ি চালাচ্ছে। এজন্য আইন মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।’

শনিবার দেশে ৬ষ্ঠ বারের মতো ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন করা হয়েছে। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যপী বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সেই সঙ্গে রাজধানীর চারটি স্থানে ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET