নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে ফের দাম বাড়ায় সবজিবাজারে রীতিমত আগুন। একই সাথে বেড়েছে চিনির দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের এই অসহীয় মূল্যে নাজেহাল ক্রেতারা।
শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শসা কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বাজারে শিমের কেজি ১৬০ টাকা, করলা ৮০ টাকা, চাল কুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়া ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ৬০ টাকাঅ
তবে বাজারে কমেছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। এছাড়া কাঁচাকলার হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। বাজারে আলুর কেজি ৩০ টাকা, দেশি পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, ভারতীয় পিয়াজের কেজি বিক্রি ৪০ টাকা। দেশি রসুনের কেজি ৫০-৬০ টাকা। চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। আদার কেজি ৯০-১১০ টাকা।
খোলা প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। দেশি মুশুরের ডালের কেজি ১৩০ টাকা। ভারতীয় মুশুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
বাজারে আবার বেড়েছে খোলা আটার দাম। কেজি বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকায়। ২ কেজির প্যাকেট আটার মূল্য ১১৫ টাকা। ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯৫ টাকায়। বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ২১০ টাকা।
বাজারে গরুর মাংসের কেজি ৬৮০ থেকে ৭০০ টাকা, খাসির মাংসের কেজি ৮৫০-৯০০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৭৫ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা। লেয়ার মুরগি পাওয়া যাচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায়।
Leave a Reply