ডেস্ক রিপোর্ট : নবনির্বাচিত সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাটকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। কাউন্সিলারদের ভোটে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে মহানগর যুবদলের কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে সুন্দর কাউন্সিল আয়োজন করায় মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনারসহ দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
এক বিবৃতিতে ড. এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব ও সঠিক দিক নির্দেশনায় একটি অবাধ ও সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলার পর মহানগর যুৃবদলের নেতৃত্ব নির্বাচন নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি শতভাগ গণতান্ত্রিক একটি দল। কাউন্সিলের মাধ্যমে দলের সকল স্তরে গণতন্ত্র বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নবনির্বাচিত মহানগর যুবদলের কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি
Leave a Reply