নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট নগরীর বন্দরবাজারে দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মারামারিতে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। বুধবার (০১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে বন্দরবাজারস্থ রাজা জিসি হাই স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আহত অপর অটোরিকশা চালককে আটক করেছে। আটক অটোরিকশা চালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাধীন কালীগঞ্জ গ্রামের খালেদ মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক প্যাসেঞ্জার নিয়ে টানাটানির সূত্র ধরে দুই অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে একে অপরের উপর চড়ায় হয়। এসময় অটোরিকশা চালক আলমগীর হোসেনের ঘুষিতে অপরজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply