নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
নগরীতে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

নগরীতে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়ার পথে এম্বুলেন্সে মারা যান তিনি। এর আগে একই দিন বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। বিকেলেই তাকে জরুরী ভিত্তিতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে এম্বুলেন্সে করে ঢাকা প্রেরণকালে তিনি রাত ৮টার দিকে রাস্তায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ রাতেই বাসায় নিসে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে মহানগর ছাত্রলীগের সেক্রেটারী নাঈমের নেতৃত্বে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী নগরীর রিকাবীবাজারস্থ ফুলকলি’তে হামলা চালায়। এতে দোকানের মালিক নগরীর লামাবাজার এলাকার মৃত ইউনুস আলীর পুত্র বিএনপি নেতা এস.বি মোঃ আজিজুর রহমান ও তার দোকানের ২ কর্মচারী আহত হন। গুরুতর আহত অবস্থায় বিকেলেই তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকগণ অনেক চেষ্টা করেও তার অবস্থার উন্নতি করতে না পারায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। চিকিৎসকের পরামর্শে ঢাকায় প্রেরণকালে রাত ৮টার দিকে রাস্তায় মারা যান ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান। রাতেই তার মরদেহ বাসায় নিয়ে আসা হলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

এদিকে সজ্জন ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিএনপি নেতা এস.বি মোঃ আজিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও নিহতের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, রিকাবীবাজার এলাকায় আমাদের ব্যবসা করা দায় হয়ে পড়েছে। যখন তখন ছাত্রলীগে ছেলেরা এসে চাঁদা দাবী করে। অন্যথায় কর্মচারীদের মারধোর করে। তাদের হাত থেকে দোকানের মালিকরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। ভয়ে কেউ কথা বলতে চায়না। চাঁদার জন্য নিরীহ ব্যবসায়ী আজিজুর রহমানকে সন্ত্রাসীরা মেরেই ফেলেছে। কে তাদের বিচার করবে। ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে যা ইচ্ছে তাই করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে বিচার দিয়েও কোন লাভ নেই। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের আর কোন উপায় থাকবেনা।

এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি এস. এম আবু ফরহাদ জানান, পূর্ব বিরোধের জের ধরে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। থানায় লিখিত অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET