নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে নগরীর রিকাবীবাজারস্থ ফুলকলি শপে এই হামলার ঘটনা ঘটে। এতে দোকানের স্বত্তাধিকারী বিএনপি নেতা এস.বি মোঃ আজিজুর রহমান (৫০) গুরুতর আহত। তিনি নগরীর লামাবাজার এলাকার মৃত ইউনুস আলীর পুত্র। এসময় তার দোকানের ২ কর্মচারী আরাফাত (২২) ও সজীব (২৫) আহত হয়। এরমধ্যে ব্যবসায়ী আজিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্ট সংলগ্ন ফুলকলি শপে’র স্বত্তাধিকারী ও সিলেট মহানগরের আওতাধিন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস.বি মোঃ আজিজুর রহমান তার দোকানে বসা ছিলেন। হঠাৎ সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের নেতৃত্বে ছাত্রলীগের ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ দোকানে প্রবেশ করে। এসময় দোকানের মালিক আজিজুর রহমানের তাদের পূর্বের দাবীকৃত ১ কোটি টাকা চাঁদা দিতে চাপ দেয়। তিনি বরাবরের মতো আজো চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে নাঈম সহ উপস্থিত ছাত্রলীগ সন্ত্রাসীরা ক্ষেপে যায়। তারা আজিজুর রহমানের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় দোকানের কর্মচারীরা তাকে রক্ষায় এগিয়ে আসলে উপস্থিত সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। তাদের আর্তচিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সরে যায়।
এদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা এস.বি মোঃ আজিজুর রহমানকে জরুরী ভিত্তিতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণের ফলে তার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। শেষ খবর এই রিপোর্ট লেখা (বিকেল ৫টা) পর্যন্ত তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে ব্যবসায়ী আজিজুর রহমানের ভাতিজা আবুল হাসনাত জানান, মহানগর ছাত্রলীগের সেক্রেটারী নাঈম ও মদন মোহন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আমার চাচার কাছে দীর্ঘদিন থেকে ১ কোটি টাকা চাঁদা দাবী করে আসছে। এমনকি চাঁদা না দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার চাচার বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আজ বিকেলেও অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দোকানে চাঁদা দাবী করতে আসে। চাচা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে পিঠিয়ে গুরুতর আহত করেছে। তার অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া যেতে পারে বলেও চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি এস. এম আবু ফরহাদ জানান, শুনেছি রিকাবীবাজারে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তবে এব ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply