নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী থেকে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. মুনাই মিয়া (২৮)। মুনাই নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা মো. আতিক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ মার্চ) নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৬ জানুয়ারি সিলেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় র্যাবের অভিযানে রোজেল মিয়া নামে এক ডাকাত গ্রেপ্তার হয়। মুনাই মিয়া ওই দলের সক্রিয় সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাত মুনাই মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply