নিজস্ব প্রতিবেদক : তরুণী রোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐ চিকিৎসকের নাম ডা. আর কে এস রয়েল। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। এর আগে রোববার রাতে ভুক্তভোগী ঐ তরুণী কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ নগরীর কাজলশাহ এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার থেকে ঐ চিকিৎসককে গ্রেফতার করে। ঐ চিকিৎসক ডা. আর কে এস রয়েল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান।
জানা গেছে, রোববার সন্ধ্যায় ঐ তরুণী অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তিনি চিৎকার দিয়ে বলেন, ‘আমাকে এই মুহূর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।
এসএমপির উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, অভিযোগকারী তরুণী ২০১৮ সাল থেকে সিলেটের এই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই তরুণীর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন।
চিকিৎসককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ধর্ষণ মামলায় ঐ চিকিসককে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply