স্টাফ রিপোর্টারঃ গত ২১/০৭/২২ ইং গ্রীসের আলেকজান্দ্রোপলি দিয়ে প্রাইভেট কারে অবৈধ অভিবাসী পরিবহনের সময় সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন।
জানা যায়,অবৈধভাবে গ্রীসে প্রবেশকারী মোট ৪ জনবাংলাদেশি অভিবাসী নিয়ে চোরাচালানকারী ব্যক্তি গাড়িটিতে ছিলেন।রাস্তা দিয়ে চলাকালে দুপুরের দিকে গাড়িটির দুর্ঘটনা শহরের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে ঘটেছে।গাড়িটি পথ থেকে সরে গিয়ে একটি স্রোতে ডুবে গেলে এতে একজন যাত্রী মারাত্মকভাবে আহত সহ চালক ও বাকি তিনজন যাত্রী আহত হন।
পরে পুলিশ এসে সমস্ত আহতদের আলেকজান্দ্রোপলির জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার একজন কে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সব অভিবাসী কে গ্রেপ্তার দেখিয়েছে এবং মানবপাচারকারী ড্রাইভার কেও আটক করেছে।জানা যায় গাড়িটির কাগজ এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিলোনা।
নিহত বাংলাদেশি ব্যক্তির পরিচয় পাওয়া গেছে:
দুর্ঘটনায় নিহত বাংলাদেশি অভিবাসীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।এ দূর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের সুনামগঞ্জ জেলার রাণীগঞ্জ উনিয়ন পরিষদের সাবেক মেম্বার কওছর উদ্দিন।
পুরো বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস এথেন্স।দূতাবাস বলছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
(মোহাম্মেদ অলিউর রাফি)
Leave a Reply