নিজস্ব প্রতিবেদক : ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট নগরের নয়াসড়কে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে সড়ক অবরোধ চলাকালে বিদ্যুৎ আসায় অবরোধ তুলে নেন বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রোববার ইফতারের আগ থেকেই বিদ্যুৎ ছিলো না। বিদ্যুৎহীন অবস্থায় তারা ইফতার করেছেন এবং তারাবিহের নামাজ পড়েছেন। রাত ১১টার দিকে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন। তবে অবরোধ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসায় তারা সড়ক থেকে সরে যান।
শুধু নয়াসড়কই নয়, গত ৩ দিন থেকে সিলেটের বেশিরভাগ এলাকায়ই চলছে চরম বিদ্যুৎ বিভ্রাট। একদিকে রমজান, অন্যদিকে গরমের উত্তাপ। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই সিলেটে বিদ্যুৎ থাকছে না ঘণ্টার পর ঘণ্টা। ইফতার ও সেহরির সময়ও হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দিন রাত মিলিয়ে ৮-১০ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না সিলেটবাসী। এতে চরম ভোগান্তিতে আছেন মানুষ।
Leave a Reply