নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
শিরোনাম
সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থীর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার এবার এমসি কলেজ হোস্টেলে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর ডেঙ্গুতে ১৯ দিনে আক্রান্ত ৫০ হাজার, ২৫৩ মৃত্যু তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের মুবিন-তৈমূর প্রকাশ্য দ্বন্দ্বে ভারত-কানাডা : পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা রশিদের পরিবারের পাশে ড. এনামুল হক চৌধুরী রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জামালগঞ্জ সদর ক্লিনিকের আয়া স্ট্যান্ড রিলিজের দু’সপ্তাহের মাথায় পুন:বহাল সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
তাহেরীর মামলা আমলে নিলেন আদালত, তদন্তে পিবিআই

তাহেরীর মামলা আমলে নিলেন আদালত, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর দায়ের করা মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল কাশেম এ নির্দেশ দেন।

এর আগে গত ২৪ মার্চ আদালতে মামলার আবেদন করেন তাহেরী। এতে ১৫ জনকে আসামি করা হয়। অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ ছিল গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে। ওই বিষয়কে কেন্দ্র করে তাহেরীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ উঠেছে।

আদালতে মামলা দায়েরের পর তাহেরী বলেন, ‘গত ২২ মার্চ আমার নামে মিথ্যা প্রচার করে আমার সঙ্গে যোগাযোগ না করে আমার মান ক্ষুণ্ণ করার জন্য স্টেজ সাজিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারা বলেছেন আমি নাকি দাওয়াত রেখে আসিনি। অথচ আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে আমার মান-সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমি এসব প্রতারক ও দুষ্কৃতকারীদের বিচারের জন্য সিলেটে এসে আদালতে মামলা দায়ের করেছি। আদালত আমার আবেদনটি আমলে নিয়েছেন।’

চলতি মাসে বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত একটি মাহফিলে গিয়াস উদ্দিন আত-তাহেরী অগ্রিম টাকা নিয়ে মাহফিলে উপস্থিত হননি বলে অভিযোগ ওঠে।

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, মাহফিলে আসা বাবদ তার সহকারীর কাছে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। আগের দিন মাহফিল পরিদর্শনও করে গিয়েছিলেন গিয়াস উদ্দিন আত-তাহেরীর এক সহকারী। কিন্তু মাহফিলের দিন সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মামলার আসামিরা হলেন- সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারী জয়নাল আবেদীন, সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, নিজাম আহমেদ আকরাম, নিজাম উদ্দিন সিদ্দীকি একে মিডিয়া সিলেট, নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে হাফিজ কামরুল ইসলাম জালালি, বি-বাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ব্রাহ্মণবাড়িয়ার চারগাছ গ্রামের আবদুল ফরহার ছেলে মোরশেদ শাহ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গুমগুমিয়া গ্রামের খালেদ আহমদের ছেলে এস.এ শামিম ও টিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET