নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অপরদিকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক। নতুন ২০৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৬ জনে। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর মোট ২৬ জন ডেঙ্গুতে মারা গেছে।

সোমবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৫৭ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের বাসিন্দা ৫১ জন। বর্তমানে দেশের ভর্তি থাকা সর্বমোট ৮০৬ জনের মধ্যে ৬৭৪ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আর ঢাকার বাইরে রয়েছে সর্বমোট ১৩২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন সাত হাজার ১১৩ জন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৮২৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ২৮৯ জন। সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ছয় হাজার ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET