মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত জামালগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ৭ টায় জামালগঞ্জ সবজী বাজার সংলগ্ন প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব। দীর্ঘ ১৬ বছর পর গণমাধ্যমবান্ধব উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেবের একান্ত আন্তরিকতায় জায়গাসহ ঘর দিয়েছেন তিনি। এতে আনন্দের ছাপ দেখা যায় প্রেসক্লাবের উপজেলার সকল সাংবাদিকবৃন্দের মুখে। এ সময় আরো বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন আলমগীর, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন্ বারী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আবুল কাশেম, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী। এছাড়াও সাংবাদিকদের মধ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠিত জামালগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: ওয়ালী উল্লাহ সরকার, সদস্য আব্দুল আহাদ, সদস্য অঞ্জন পুরকায়স্থ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার সকল সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। উদ্বোধনে প্রধান অতিথি বলেন, দেশ ও জাতির কল্যানে উপজেলা প্রশাসন ও সাংবাদিক একযোগে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতা এখন সংবাদ পত্রেই সীমাবদ্ধ নেই, বর্তমানে টেলিভিশন ও অন-লাইনে ব্যাপক স¤প্রসারিত হচ্ছে। সত্য সেবা ও সাংবাদিকতা এক সূত্রে গাথা। আপনাদের দায়িত্ব হচ্ছে, সত্য উদঘাটন ও সত্যের বিকাশ ঘটানো। তাহলে দেশ ও দেশের মানুষের সেবা নিশ্চিত হবে। আমরা আশা করব সময়ের সাহসী সন্তান হিসেবে আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও মানুষের সেবা অব্যাহত রাখবেন।
Leave a Reply