নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
শিরোনাম
৩৬ নং ওয়ার্ডের তজমুল ইসলাম  এর ঘুড়ি মার্কা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন খেলাঘর জামালগঞ্জ আসরের পূজা লোকনৃত্যে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে সিসিকের নির্মাণাধীন ভবনের ছাদের স্টিলের পাইপ পড়ে নিহত এক জগন্নাথপুর স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনে লন্ডনে সভা ওসমানীনগরে মাইক্রোবাসচালক হত্যা : ৩ জনের যাবজ্জীবন সিসিক নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ১ মেয়র ও ৭ কাউন্সিলর প্রার্থী সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে নগরে ট‍্যাংক-লরি মিছিল, ধর্মঘটের হুমকি জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল স্বেচ্ছাসেবক দল নেতা জামালের মুক্তির দাবী খন্দকার মুক্তাদিরের
জামালগঞ্জে ৪র্থ পর্যায়ে মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ২’শত জন

জামালগঞ্জে ৪র্থ পর্যায়ে মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ২’শত জন

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জামালগঞ্জে চতুর্থ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের ২’শত গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর। আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নের নীড় ও ২ শতক জমিসহ তাদের হস্তান্তর করা হবে এ সব ঘর।
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব উপজেলা পরিষদ হল রোমে এক প্রেস কনফারেন্সে তিনি এই তথ্য জানান। তিনি আরও জানান, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার
জামালগঞ্জ উপজেলায় ২০২১-২০২২ সাল হতে ভূমিহীন ও গৃহহীন পরিবারসমূহকে ২শতক জমিসহ সেমিপাঁকা গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হচ্ছে। জামালগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ২৪৬টি পারিবার, ২য় পর্যায়ে ৫৫টি পরিবার, ৩য় পর্যায়ে ১৭৫ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।
আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের ২০০টি পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান করা হবে। কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের অনুষ্ঠানের সাথে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে যুক্ত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে গৃহ প্রদান সনদ, কবুলিয়ত ও খতিয়ান উপকারভোগীর মধ্যে হস্তান্তর করা হবে।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো: আ: মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:এরশাদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: সাব্বির সারোয়ার, প্রশাসনিক কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET