নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
জামালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

জামালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

বাদল কৃষ্ণ দাস :: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরোমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচাল সাজেদুল হাসান, জামালগঞ্জ থানার প্রতিনিধি এসআই প্রণয়, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সহ-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দ রানী মোদক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাব্বির আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল আহমেদ মিলন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ খোরশেদ আলম, উপ-পরিদর্শক জুয়েল মিয়া, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সীতেষ কুমার তালুকদার, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তি, লক্ষ্মীপুর তাওয়াকুলিয়া দাখিল মাদ্রাসার সুপার এম.এস. মিসবাহুর রহমান, আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের প্রমুখ।
সমাজকর্মী জামিল আহম্মেদ জুয়েল, ছাত্রলীগ নেতা তানভীর কবীর চৌধুরী সুমন সহ সরকারী-বেসরকারী ও এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যারা মাদক পাচার ও মাদকে ব্যবসায় জড়িত তারা দেশ, জাতি ও সমাজের শত্রু। মাদক সেবীদের কারণে সমাজে-পরিবাবে অশান্তি দেখা দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা, যুবসমাজ এমনকি কোন মানুষ যাতে মাদকে আসক্ত না হয় সে দিকে সকলের খেয়াল রাখতে হবে। যেসব স্থান দিয়ে মাদক পাচার হয় সেসব স্পটগুলোকে চিহ্নিত করে মাদক পাচার রোধে ব্যবস্থা নিতে হবে। যেখানে মাদক সেবনের কথা জানা যাবে, সেখানেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকল শ্রেণী পেশার লোকজনের সমন্বিত প্রচেষ্টায় মাদককে নির্মূল করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET