নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
জামালগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মজিবুর রহমানের পৈত্রিক জায়গায় জোর পূর্বক মাটি ভরাট ও ঘর তৈরী করে দখলের প্রতিবাদে ও ভুক্তভোগীদের জায়গা উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চানপুর বাজার সংলগ্ন বাদী মজিবুর রহমানের দাবীকৃত ভূমির সামনে ভুক্তভোগী পরিবারের এই মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আট বছর যাবত বাদী মজিবুর রহমান গং এবং বিবাদী নুরুল হুদা গং দের সাথে জমি দখল সংক্রান্ত বিরোধ চলছে। ভূমির মালিকানা স্বত্ব দাবী করে বাদীপক্ষের মুজিবুর রহমান, পিতা-মৃত তাজুল ইসলাম, সাং-ভাটী লালপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, বাদী হয়ে একই উপজেলার চানপুর কাচারি হাটী গ্রামের মৃত-আজিজের দুই পুত্র নুরুল হুদা এবং নুর ইসলামের বিরুদ্ধে জামালগঞ্জ, সুনামগঞ্জ, সহকারী জজ আদাালতে স্বত্ব মোকদ্দমা করেন। স্বত্ব মোকদ্দমা নং-২৫৮/২০২১ইং। বাদীপক্ষ জানান, মোকদ্দমা দায়েরের আগেও এনিয়ে স্থানীয় ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও এতে কোন সুরাহা হয়নি।
সম্প্রতি বিজ্ঞ আদালত শুনানীঅন্তে সার্বিক পর্যালোচনা করে উভয় পক্ষকে নালিশা তফশীলভুক্ত ভূমিতে আগামী ০৯/০৩/২০২৩ ইং পর্যন্ত স্থিতাবস্তা বজায় রাখার জন্য গত ২২/২/২৩ ইং তারিখে নির্দেশ নোটিশ প্রদান করেন। কিন্তু বিবাদী পক্ষ নূরুল হুদা গং আদালতের নির্দেশিত নোটিশ অমান্য করে উল্লেখিত নালিশা তফশীলভুক্ত ভূমিতে গৃহনির্মাণের কাজ অব্যাহত রাখেন। উপায়ান্তর না দেখে এসময় বাদীপক্ষ গৃহ নির্মাণ ও মাটি ভরাট বন্ধে ৯৯৯ নাম্বারে ফোন করলে কিছুক্ষণ পর জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পরেই আবারো বিবাদী পক্ষ ঘর নির্মাণ ও মাটি ভরাট কাজ শুরু করেন।
এরই প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ভুক্তভুগীরা বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ ঘর নির্মাণে ও মাটি ভরাটে বেপরোয়া হয়ে উঠায় এতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পিতাহারা অসহায় মজিবুর রহমান ও তাদের পরিবার কোন উপায় না পেয়ে এই মানববন্ধন করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুজিবুর রহমান, আব্দুল আলী, মাজেদা খাতুন, মনোয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের পৈত্রিক ভুমি পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসন সহ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET