স্পোর্টস রিপোর্টার: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ (সিলেট জেলা) চ্যাম্পিয়ন হয়েছে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ।
রোববার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজকে ৪ উইকেটে হারিয়ে জয় পায় তারা।
ফাইনাল খেলায় ব্লু বার্ড টসে জিতে শাহজালাল জামেয়াকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করে শাহজালাল জামেয়া ২৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বীব্য ২৯ রান সংগ্রহ করেন। ব্লু বার্ড এর পক্ষে শিংকু, ফারজিন, সানি, লাবিব ও স্বাধীন ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ ২১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মাহাদি ২৫ ও সাজু ২৪ রান সংগ্রহ করে। শাহজালাল জামেয়ার পক্ষে ফারহান ৩ উইকেট, সুমন ও সাব্বির ১টি করে উইকেট লাভ করেন।
ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেড সিলেট এর রিজিওনাল হেড হুমায়ুন কবির ও প্রাইম ব্যাংক লিমিটেড এর সিলেট ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ ও সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী ও সদস্য আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব এটিএম ইকরাম, ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এর সিনিয়র শিক্ষক মুহাম্মদ শাহজাহান আলী ও বাংলাদেশ ব্যাংক স্কুল এর সিনিয়র শিক্ষক মোঃ মানিক মিয়া, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক ইমতিয়াজ রফিক চৌধুরী প্রমুখ।
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রদত্ত সম্মাননা স্মারক এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ বিদ্যালয়কে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
Leave a Reply