মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার সুখাইড় উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন ও সুনামগঞ্জ ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন মাওলানা হায়াতুল ইসলাম।
হাজ্বী হুমায়ুন আহমেদের সভাপতিত্বে শোক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, জেলা শ্রমিকলীগের সভাপতি, সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সফর আলী তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক নূরুল আমিন, সাগর তালুকদার ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply