জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জেলা এলডিপি নেতা শাহজাহান আহমদের পরিবারকে হুমকী দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে সরকার দলীয় একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে যায়। এসময় তাকে না পেয়ে তার মা ফুলতেরা বেগমকে শাসায় তারা। এসময় সরকার দলীয় নেতাকর্মীরা শাহজাহানকে এই এলাকায় এলডিপির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। অন্যথায় তাকে প্রাণনাশের হুমকী দেয় তারা। এসময় পরিবারের শিশু মহিলা সহ অন্যান্য সদস্যরা আতংকিত হয়ে পড়ে। এই ঘটনায় শাহজাহানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা এলডিপির যুগ্ম আহŸায়ক শাহজাহান আহমদ এলাকায় এলডিপির কার্যক্রমকে সুসংগঠিত করে আসছিলেন। তার আহŸানে অনেক মানুষ এলডিপিতে যোগ দেয়া শুরু করে। এতে সরকার দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। এর জের ধরে গত ২১ ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলডিপি আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তাদের হামলায় শাহজাহান আহমদ সহ ৭/৮ জন নেতাকর্মী আহত হন। এরপরও সরকার দলীয় নেতাকর্মীরা থেমে থাকেনি। সর্বশেষ আজ সোমবার তাকে না পেয়ে তার অসুস্থ মাকে শাসিয়ে যায় এবং শাহজাহানকে প্রাণে মারার হুমকী দিয়ে যায় স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিমের নেতৃত্বে সরকারদলীয় এক দল সশস্ত্র সন্ত্রাসী।
জেলা এলডিপির নিন্দা: জেলা এলডিপির যুগ্ম আহŸায়ক মো: শাহজাহান আহমদের পরিবারকে হুমকীর নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা এলডিপির আহŸায়ক মো: জসিম উদ্দিন। হুমকীর সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী নেতাকর্মীদের হামলা মামলা জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে দেয়া যায়না। এলডিপি নেতা শাহজাহান আহমদের পরিবারকে হুমকীর সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তিনি।
Leave a Reply