নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে নতুন করে ১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হন ১ জন। এর আগে শনাক্ত হন ৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগী দাঁড়িয়েছে ১১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে সিলেটে শনাক্ত হয়েছেন ১৩ জন ডেঙ্গুরোগী। এছাড়া চলতি নভেম্বর মাসে শনাক্ত হয়েছেন ৪৪ জন। যদিও এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ট্রাভেল হিস্ট্রি ছাড়া ডেঙ্গুজ¦রে আক্রান্ত হওয়ায় জনমনে ডেঙ্গু আতংক বাড়ছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে চলতি মওসুমে সিলেট বিভাগে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হওয়া ১১৩ জনের মধ্যে সিলেট জেলার ৮৬ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন।
Leave a Reply