নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-৯ এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ-আল-নোমানের নেতৃতে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরের শাহজীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত মধু মিয়ার পুত্র রফিক মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র মহিবুর রহমান ওরফে মামুন মিয়া (২৫)। পরে সংশ্লিষ্ট থানায় আসামীদের হস্তান্তর করে র্যাব।
গতকাল বিকেলে ৫ টার দিকে র্যাব-৯ এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। তারা চট্টগ্রামের হাটহাজারী এলাকার ওই তরুণীকে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে হবিগঞ্জের মাধবপুরে নিয়ে আসে। পরে একটি ভাড়া বাসায় আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
Leave a Reply