যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট যুবদল।
শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জাহিদ খানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বুলবুল আহমদ, জাহাঙ্গীর আলম, জিএম শফিক, দেলোয়ার হোসেন, সদস্য মাসুক আহমেদ, আলীম উদ্দিন, রুবেল মেম্বার, আব্দুর রব প্রমুখ। মিছিল সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Leave a Reply