নিজস্ব প্রতিবেদক : দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গোয়াইনঘাট উপজেলায় অনুষ্ঠিতব্য কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬জন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলার সাবেক ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানি সুমন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান শিকদার, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামীম আল মামুন ও পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুন পারভেজ।
এদের মধ্যে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও শামীম আল মামুন, গোয়াইনঘাট সদর ইউনিয়নে গোলাম রব্বানি সুমন ও কামাল আহমদ, মধ্য জাফলং ইউনিয়নে লোকমান শিকদার এবং পশ্চিম জাফলং ইউনিয়নে মামুন পারভেজ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পৃথক আদেশে এই ৬ জকে দল থেকে বহিষ্কার করা হয়।
Leave a Reply