নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ: পাশের হার ৬৩.৪৬ শতাংশ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ: পাশের হার ৬৩.৪৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

সোমবার (২৯ মে) রাত ৮টায় ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আজ রাতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৩৯ হাজার ৮৬৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৮ হাজার ৩৫১ জন। তাতে উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন। অনুত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ১৩ জন। পাশের হার ৬৩.৪৬ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৮৫ নম্বরের উপরে ১ জন, ৮০ নম্বরের ওপরে ১৬ জন, ৭৫ নম্বরের উপরে ৮৮জন, ৭০ নম্বরের উপরে ৩৯০, ৬৫ নম্বরের উপরে ৯৮৪ জন, ৬০ নম্বরের উপরে ২১৯৭, ৫৫ নম্বরের উপরে ৪২৬০, ৫০ নম্বরের উপরে ৭০২১ জন, ৪৫ নম্বরের উপরে ১০৮৭৭, ৪০ নম্বরের উপরে ১৫২১৬, ৩৫ নম্বরের উপরে ১৯৭৫৮, ৩০ নম্বরের উপরে ২৪৩৩৭, এবং ৩০ নম্বরের নিচে ১৪ হাজার ১৩ জন, পরীক্ষার উত্তরপত্র ক্যান্সেল হয়েছে ১ জনের। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৫ দশমিক ২৫।

এদিকে গত শনিবার (২৭ মে) দেশব্যাপী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়।

এর আগে শনিবার (২০ মে) বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার (২৩ মে) ফলাফল প্রকাশিত হয়, এতে পাশের হার ছিল ৫৬.৩২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET