ডেস্ক রিপোর্ট : সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও বাসা-বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি, গ্রেফতার ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশী বন্ধের আহ্বান জানান তারা।
শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, গত মঙ্গলবার শান্তিপূর্ণ মিছিল থেকে ৮ জনকে গ্রেফতার পর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সিলেট মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিন, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা ডা: বদরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলিবুর রহমান আলী, সদর উপজেলা যুবদলের সদস্য রিয়াজ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য ও কুচাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছয়েফ আহমদ, ছাত্রদল নেতা মির্জা হাবিব ও সাইফুর রহমান ইমন সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাকুর রহমান রুমনকে রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা বলেন, কোন উস্কানী ছাড়াই সিলেটে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে পারবেনা। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত সকল দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানী বন্ধ করুন। অন্যথায় সিলেটের যুবসমাজকে সাথে নিয়ে যুবদল কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
Leave a Reply