কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মোঃ জফির মিয়া (৫০)। তিনি উপজেলার বর্ণি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
শনিবার সকাল সাড়ে ১১টায় হাইটেক পার্কের ভিতরে কালভার্টে কাজ করার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, জাফর মিয়া হাইটেক পার্কে কালভার্ট-২ নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সকালে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় কাজে থাকা শ্রমিকরা সাথে সাথে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ দেখতে পাই। লাশের সুরতহাল রিপোর্ট করে পোস্টমর্টেমের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করায় হয়েছে।
Leave a Reply