স্টাফ রিপোর্ট ঃকানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় অবস্তিত ঐতিহ্যবাহী গাছবাড়ী মর্ডান একাডেমীর নব গঠিত এডহক কমিটির সভাপতি সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২সেপ্টেম্বর) সকালে গাছবাড়ী মর্ডান একাডেমীর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাছবাড়ী এলাকার প্রবীণ মুরব্বি হাজি আব্দুল জলিলের সভাপতিত্বে সভাপতি এমাদ উদ্দিন মানিক বলেন সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করা সেটা ও ঈমানী দ্বায়িত্ব ইন্নাশাল্লাহ আমার উপর অর্পিত দ্বায়িত্ব আমি সঠিক ভাবে পালন করার চেষ্টা করব। এসময় উপস্থিত প্রবীণ রাজনীনিবীদ ওলিউর রহমান উপস্তিত সকল কে ধন্যবাদ সহ সভাপতি কে উদ্দেশ্যে করে বলেন আপনি দ্বায়িত্ব পেয়েছেন এতে আমরা খুশি আসা করি আপনি আপনার দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হারুন রশিব তার বক্তব্যে বলেন আমরা চাই নব গঠিত এডহক কমিটির সভাপতির হাত ধরে গাছবাড়ী মর্ডান একাডেমী এগিয়ে যাবে অনুরুপ বক্তব্যে রাখেন প্রাক্তন ছাত্র হামজা হেলাল, সায়েম আহমদ তার বক্তব্যে বলেন গাছবাড়ী মর্ডান একাডেমী একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় আর সেই বিদ্যালয়ে সুনাম ধরে রাখবেন বলে আমি বিশ্বাস করি নব গঠিত এডহক কমিটির সভাপতি এমাদ উদ্দিন মানিক। জনপ্রতিনিধির পক্ষ থেকে বক্তব্যে রাখেন ৮নং ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আবু বক্কর তিনি বলেন একটা বিদ্যালয়ে কমিটির অনেক কাজ রয়েছে আসা করি এডহক কমিটির সভাপতি সহ সকলেই সেই কাজ করে বিদ্যালয় কে এগিয়ে নিয়ে যাবেন। এতে আরও উপস্তিত ছিলেন অত্র এলাকার বিপুলসংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাজিম উদ্দীন, মাস্টার শাহ নেওয়াজ খছরু,শাব্বির আহমদ, এম আর বাবর সহ উপস্তিত সকলেই সভাপতিকে বিভিন্ন ভাবে পরামর্শ সহ সহযোগীতার কথা বলেন এবং সভাপতিও তাদের সকলের সহযোগীতা চান।
Leave a Reply