কানাইঘাট সংবাদদাতা: কানাইঘাটে সম্পত্তির টাকার হিসেব নিয়ে সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন নিহত আমির উদ্দিনের ভাতিজা ফখরুল ইসলাম। সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আজ বাদ জোহর বাখাইরপাড় স্কুল মাঠে জানাযা শেষে আমির উদ্দিনকে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বৃহত্তর ঢাকনাইল ৯ মৌজার হাওর এলাকার এজমালী সম্পত্তির টাকার হিসেব নিয়ে বাখাইরপাড় গ্রামের আব্দুল লতিফ ও আব্দুল জলিলের পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে আব্দুল জলিলের পক্ষের আমির উদ্দিন (৪৫) নিহত হন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বাড়ীতে নিয়ে আসা হয়। বাদ জোহর বাখাইরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে আমির উদ্দিনের লাশ পঞ্চয়েতী কবরস্থানে দাফন করা হয়।
এ দিকে রাত সাড়ে ৭টার দিকে আমির উদ্দিনের ভাতিজা ফখরুল ইসলাম নিজে বাদী হয়ে কানাইঘাট থানায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ: ১৪/০৩/২০১৯ ইং।
মামলার আসামীরা হলেন- ১। বাখাইরপাড় গ্রামের বরকত উল্লাহর পুত্র আলা উদ্দিন (৪৫), ২। একই গ্রামের মনোফর আলীর পুত্র রহিম উদ্দিন (২৮), ৩। একই গ্রামের আব্দুস সামাদের পুত্র রুবেল উদ্দিন (২৭), ৪। হায়াত উল্লাহ এর পুত্র ফখর উদ্দিন (২৮), ৫। মৃত মোবারক আলীর পুত্র ফরিদ আহমদ (৪৫), ৬। ফখরচটি গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র আব্দুল জলিল (৬৫), ৭। বাখাইরপাড় গ্রামের মুত ইদ্রি আলীর পুত্র মনোফর আলী (৫২), ৮। একই গ্রামের মৃত হবিব উল্লাহর পুত্র সোলেমান আহমদ (৩৬), ৯। গণিকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র ইব্রাহিম আলী (৩৩), ১০। গোয়ালজুর গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র বদরুল ইসলাম (৪৫), ১১। বাখাইরপাড় গ্রামের মৃত মকরব আলীর পুত্র গুলজার আহমদ (৪৫), ১২। একই গ্রামের মনোফর আলীর পুত্র নাজিম উদ্দিন (৩৫), ১৩। ফখরচটি গ্রামের আব্দুল জলিলের পুত্র আব্দুল হান্নান (৩৫), ১৪। একই গ্রামের মৃত আরজদ আলীর পুত্র ফরিদ আহমদ (৪০), ১৫। বাখাইরপাড় গ্রামের মৃত শামছুল হকের পুত্র আনছার উদ্দিন (৪০), ১৬। একই গ্রামের নিয়ামত উল্লাহর পুত্র হেলাল আহমদ (২৫), ১৭। হায়াত উল্লাহ এর পুত্র নাজিম উদ্দিন (৪০), ১৮। মিজান আহমদ (২৬), ও ১৯। আল আমীন (২৪), ২০। আব্দুস সামাদের পুত্র সোহেল আহমদ (২৭), ২১। আব্দুর রশিদের পুত্র শিব্বির (২৭), ২২। মৃত বরকত উল্লাহ এর পুত্র তৈয়ব আলী (৪০), ২৩। মৃত সুরুজ আলীর পুত্র হারিছ (৪০), ২৪। হবিবুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৪৫), ২৫। ফখরচটি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র ফয়েজ উল্লাহ (২৫), ২৬। একই গ্রামের মৃত মড়া মিয়ার পুত্র বিলাল (৩৫) ও ২৭। বাখাইরপাড় গ্রামের মৃত আবরু মিয়ার পুত্র আব্দুল করিম (২৩)। এছাড়া মামলার আরো ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এদিকে মামলা দায়েরের পরপরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাশর্^বর্তী গণিকান্দি গ্রাম থেকে মামলার ১নং আসামী বাখাইরপাড় গ্রামের বরকত উল্লাহর পুত্র আলা উদ্দিন (৫০) ও ৪নং আসামী একই গ্রামের মৃত হায়াত উল্লাহর পুত্র ফখর উদ্দিন (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, বাখাইরপাড় গ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত আমির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় নিহতের ভাতিজা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সংঘর্ষে জড়িত মামলার ১নং আসামী সহ ২ জনকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply