কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে জালাল উদ্দীন চৌধুরী(২৩) নামের এক যুবক গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী আজির উদ্দীন চৌধুরীর ছেলে। আজ শনিবার বিকেলে জালালের পরিবার থেকে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। যার নং ২৮৫, তাং- ০৯/১০/২০২১ ইং। নিখোঁজের কারণ হিসাবে ছাত্রলীগ ও পুলিশের হুমকির অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে জালালের মা জানান, আমার ছেলে এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের দ্বারা সংঘটিত একটি ধর্ষণ মামলার প্রত্যক্ষ স্বাক্ষী ছিল। সেই মামলার গ্রেফতারকৃত আসামি মাহফুজুর রহমান মাসুমের পক্ষ থেকে আমার ছেলেকে আদালতে সাক্ষী না দিতে বারণ করে এবং সাক্ষী দিলে প্রাণনাশের হুমকি দেয়। অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাক্ষী দিতে চাপ প্রয়োগ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। ঘটনার রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে সিলেট নগরীর শাহপরাণ থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামিরা এমসি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো বলে জানা যায়। উক্ত ঘটনা গোটা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।
Leave a Reply