নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
কানাইঘাটে নারীর গলা কাটা লাশ উদ্ধার

কানাইঘাটে নারীর গলা কাটা লাশ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে এক সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মালিগ্রাম থেকে রাশিদা বেগম নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মালিগ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে রাশিদা বেগম (২২) প্রায় দেড় বছর পূর্বে একই ইউনিয়নের পর্বতপুর গ্রামের মুজম্মিল আলীর পুত্র হাবিব আহমদের সাথে বিয়ে হয়। প্রায় ৩ মাস পূর্বে রাশিদা বেগমের এক পুত্র সন্তানের জন্ম হয়। এরপর থেকে রাশিদা বেগম মাথা ব্যাথাসহ মানসিক ও শারীরিক অসুস্থ হয়ে পড়েন। দেড় মাস থেকে তিনি বাবার বাড়িতে আছেন। অনেক চিকিৎসা করার পরও তিনি সুস্থ হয়নি। এমনকি তার নবজাতক তিন মাসের শিশু সন্তানকেও দুধ পান করাতেন না।

সপ্তাহদিন থেকে রাশিদা বেগম খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দেন বলে তার মা সহ পরিবারের লোকজন জানান। তারা বলেন, বুধবার সকালে রাশিদা বেগম ঘুম থেকে উঠলে তাকে চা খেতে দেয়া হয়। কিন্তু রাশিদা সেই চা না খেয়ে ফেলে দেন। সকাল অনুমান ১০টার দিকে পরিবারের লোকজন রাশিদা বেগমের গলা কাটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পান, রাশিদা বেগমের গলা কাঁটা রক্তাক্ত লাশ মাটিতে পড়ে রয়েছে এবং ডান হাতের পাশে রক্তমাখা ধারালো বটি দা রয়েছে।

ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর দুপুর ১২টার দিকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ সেলিম, সিআইডি ও পিবিআই শাখার তদন্ত দল ঘটনাস্থলে এসে লাশের আলামত সংগ্রহ করেন।

সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের রাশিদার লাশ সিলেট মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান। তবে প্রাথমিক তদন্তে রাশিদা বেগম গলা কেটে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারনা করছে। ময়না তদন্তের রিপোর্টের পর এটি আত্মহত্যা না হত্যা তা জানা যাবে।

এ ঘটনায় নিহত রাশিদা বেগমের ভাই আব্দুল মালিক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET