নিজস্ব প্রতিবেদক: : অসুস্থ হয়ে সুস্থতার জন্য হাসপাতালে যায় মানুষ। কেউ সুস্থ হয়, কেউ চলে যায় না ফেরার দেশে। কিন্তু সুস্থ হয়েও বাড়ী ফেরা হলোনা বৃদ্ধের। হাসপাতালের ভিতরে অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ দিতে হয়েছে তাকে। সোমবার দুপুরে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে নগরীর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের পার্কিংয়ে। নিহত বৃদ্ধের নাম আব্দুল মালিক। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।
হাসপাতাল ফাঁড়ি পুলিশ জানায়, দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারী প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের। তিনি বলেন, আমরা অ্যাম্বুলেন্সকে আটক করেছি। তবে চালক সবুজ আহমদ পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply