নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
ওসমানীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ওসমানীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের ছাতির মিয়ার ছেলে সুমায়েল আহমদ (০৭) এবং সাজ্জাদ মিয়ার মেয়ে জাকিয়া বেগম (০৭)। নিহত উভয় সম্পর্কে একে অপরের ফুফাতো ও মামাতো ভাইবোন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় বাড়ির লোকজনের অলক্ষ্যে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে তাদের নিজ বাড়ির পুকুরে পড়ে ডুবে মারা যায়। তাদের বাড়ির আঙিনায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ির পার্শ্ববর্তি পুকুরে লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে নিকটস্থ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ধারণা করা হচ্ছে নিহতদের কেউ সাঁতার জানতনা। এ ঘটনায় উভয় পরিবারে শোক বিরাজ করছে। ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এসএম মাঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET