নিজস্ব প্রতিবেদক: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে অ্যাম্বুলেন্স চাপায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেন। এ তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের সহকারী সহকারী সজীব আহমদকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার বেলা সোয়া দুইটার দিকে আবদুল মালেক হাসপাতালের ক্যানসার বহির্বিভাগের সামনে পরীক্ষা করাতে গিয়েছিলেন। ক্যানসার বহির্বিভাগের সামনে তিনি দাঁড়িয়ে থাকার সময় একটি অ্যাম্বুলেন্স ঘোরানোর চেষ্টা করেন চালকের সহকারী সজীব আহমদ। এ সময় অ্যাম্বুলেন্সটি আবদুল মালেককে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবদুল মালেক মৌলভীবাজার সদরের বাহুলবাগ গ্রামের বাসিন্দা।
Leave a Reply