ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় মোকা মে মাসে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে আরও কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
প্রাথমিক পূর্বাভাস অনুসারে, ১২ মে মায়ানমারের আরাকান প্রদেশে ভূভাগে আঘাত করবে ঝড়ের কেন্দ্র। কিন্তু ঘূর্ণিঝড় মোকার এই প্রাথমিক পূর্বাভাসে নিশ্চিন্ত নন ভারতীয় আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা।
তিনি বলেন, ‘২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের সঙ্গে এই ঝড়ের অনেক মিল রয়েছে। আমফানের ক্ষেত্রে পূর্বাভাসের বেশ কয়েকদিন পর সৃষ্টি হয়েছিল ঘূর্ণাবর্তটি। ১৩ মে ২০২০ সালে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা পরে আমফানের চেহারা নেয়। দ্বিতীয়ত, যেখানে আমফানের ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল প্রায় সেখানেই তৈরি হতে পারে আসন্ন ঝড়ের ঘূর্ণাবর্তটি। তাছাড়া আমফানের প্রাথমিক পূর্বাভাসে ঝড়টি বাংলাদেশ বা মায়ানমারে যেতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু পরে সেটি পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে।’
ভারত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের ১৩টি দেশ ১৩টি করে নাম দিয়েছে ঝড়ের। সেইমতো ১৬৯টি নামের তালিকা তৈরি করা হয়েছে ২০২০ সালে। সেই তালিকায় প্রথম সারির ১৩টি ঝড়ের মধ্যে ১২টি ঝড় ইতোমধ্যে বয়ে গিয়েছে। ১৩টি দেশকে সারিবদ্ধভাবে সাজিয়ে এই নামের তালিকা তৈরি করা হয়েছে। বাংলাদেশ রয়েছে সবার আগে আর শেষ দেশ ইয়েমেন।
মাঝের ১১টি দেশ পর্যায়ক্রমে ভারত, ইরান, মালদ্বীপ মায়ানমার, ওমান পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আরব আমীরাত। ইয়েমেনের দেওয়া নাম মোটার পর ফের বাংলাদেশ থেকে শুরু হবে। বাংলাদেশের দেওয়ার পরের ঝড়টির নাম বিপর্যয়। সূত্র : হিন্দুস্তান টাইমস।
Leave a Reply