নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
আমিরাতসহ আরও ৩ দেশে মাংকিপক্স শনাক্ত

আমিরাতসহ আরও ৩ দেশে মাংকিপক্স শনাক্ত

ডেস্ক রিপোর্ট: উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাওয়া গেছে মাংকিপক্সে আক্রান্ত রোগী। চেক রিপাবলিক এবং ¯েøাভানিয়াতেও গতকাল প্রথমবারের মতো এই রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আরও ১৮টি দেশে এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ জনগোষ্ঠীর ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম রয়েছে। ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকায় এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা গেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণের মধ্যে জ্বর ও শরীরে দাগ দেখতে পাওয়া রয়েছে। তবে এই সংক্রমণ সাধারণত মৃদু।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এক ভ্রমণকারীর মাংকিপক্স শনাক্ত হয়েছে। স¤প্রতি পশ্চিম আফ্রিকা সফর করে আসা এই ভ্রমণকারীকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, কোনও সংক্রমণ ঘটলে তা মোকাবিলায় ‘পূর্ণ প্রস্তুতি’ তাদের রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) বলেছে, আফ্রিকার বাইরের দেশগুলোতে ভাইরাসটি সঠিক প্রতিক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আফ্রিকায় সাধারণত এই ভাইরাসটি শনাক্ত করা হয় না।

ডবিøউএইচও এর পরিচালক সিলভি ব্রায়ান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সকলকে মাংকিপক্সের উপর নজরদারি বাড়াতে উৎসাহিত করছি, যাতে সংক্রমণের মাত্রা কোথায় তা দেখা যায় এবং এটি কোথায় যাচ্ছে তা বোঝা যায়।’ তিনি বলেন, এই সংক্রমণ স্বাভাবিক না হলেও নিয়ন্ত্রণযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET