নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলা পাঁচ নং টুলটিকর ইউনিয়ন বালুচর এলাকা যা বর্তমানে সিলেট সিটির অন্তভূক্ত, নবগঠিত ৩৬ নং ওয়ার্ড বালুচর পয়েন্ট হতে নতুন বাজার আসার রাস্তা,ও ড্রেইনের নেই পরিবর্তন। পুর্বে টুলটিকর ইউনিয়ন ছিল। অনেক চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধিদের পরিবর্তন ঘটলে বালুচর এলাকার উন্নয়ন হয়নি।
বিশেষ করে বালুচর নতুন বাজার অত্র এলাকার সর্বসাধারণ মানুষ বাজার করে থাকেন, বাজারের মুল রাস্তার বেহাল অবস্থা এমন যে বৃষ্টি হলেই রাস্তায় নদী বয়ে চলে।
মানষ চলাচলের অনুপযোগী হয়ে দাড়ায়। বাজারের রাস্তার পাশে নেই তেমন বড় কোন ড্রেন, নেই কোনো শৃঙ্খলা।
একদিকে বাজারে সবজির আড়ৎ, অন্যদিকে মাছের আড়ৎ, এই আড়ৎগুলোর সামনে ক্রেতারা দাড়িয়ে বাজার করা খুবই কষ্ট দায়ক।
বাজারের মুল পয়েন্ট সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা স্ট্যান্ড হিসেবে দখল করে রেখেছে, একদিকে কাদা পানিতে রাস্তার বেহাল দশা, অন্যদিকে রাস্তা আকারে ছোট, এলাকা বাসীর পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ।
বালুচর ৩৬ নং ওয়ার্ড আল্ ইসলাহ্, ফোকাস, ছড়ারপাড়, জোনাকি, সোনার বাংলা, এলাকায় সুরু রাস্তাগুলো সমস্যার আরেক কারন, মুখোমুখি ২টি সিএনজি রাস্তা দিয়ে ক্রস হতে পারেনা। এছাড়া রাস্তার পাশে ১২/১৪/ ইঞ্চি ড্রেন রয়েছে, যা ময়লা আবর্জনা ও মাটিতে ভরপুর, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।
বালুচর এলাকায় বেশ কয়েকটি প্রাইভেট স্কুল মাদ্রাসা রয়েছে, রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা অনেকে কাদা পানি ডিঙিয়ে যাতায়াত করতে হয়।
বিশেষ করে বড় ধরনের কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে, ফায়ার সার্ভিসের গাড়ি এসে ঢুকবেনা ঐসকল রাস্তা দিয়ে, এবং কোন গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া বালুচর এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটার ফলে, পাহাড়ের মাটি বৃষ্টিতে নেমে আসে রাস্তায়।
সরু রাস্তার পাশে অনেকে আবার বড় বড় দালান তৈরি করছেন, রাস্তার উপরে বালু পাথর রেখে। এরই মধ্য দিয়ে দিনযাপন করছেন এলাকাবাসীরা।
পুর্বেও তেমন কোন উন্নয়ন হয়নি, আর ভবিষ্যতে হবে কি হবে না, এই নিয়ে চিন্তিত নবগঠিত ৩৬ নং ওয়ার্ড বাসী ।
বছরের পর বছর সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বালুচর এলাকার বাসিন্দারা।
বালুচর এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, পূর্বেও অনেক চেয়ারম্যান মেম্বার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসা যাওয়া করেছেন, কিন্তু টেকসই কোনো কাজ হয়নি। আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ঘিরে, পূর্বের মতই
বিভিন্ন প্রতিশ্রুতির আশা দিয়ে প্রচার-প্রচারণায় নামছেন অনেকে,এলাকার মানুষের স্বার্থে উন্নয়ন মুলক কাজ হবে নাকি হবেনা তাও বলা যাচ্ছেনা বলে দুঃখ প্রকাশ করেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, বালুচর এলাকায় রয়েছে অনেক প্রভাবশালীদের অসংখ্য জায়গা, আর সেই জায়গাগুলোতে কলোনি বানিয়ে ভাড়া দেওয়া হচ্ছে, বহিরাগত লোকরা এসব কলোনিতে ভাড়া থাকছেন, কিছু কলোনি গুলোর নোংরা পরিবেশের কারনেও এলাকার সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানান, এলাকার পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে, অবশ্যই যোগ্য দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন।
বালুচর এলাকায় উন্নয়েনর দিকে পিছিয়ে থাকলেও অন্যায় অপকর্ম অপরাধের দিকে রয়েছে কয়েক দাপ এগিয়ে।
শোনা যায়, বালুচর এলাকায় কিশোর গ্যাং থেকে শুরু করে, চাঁদাবাজ, মাদক সেবন ও বিক্রেতারা বেপরোয়া, আর এসব অপরাধীদেরকে একটি অসাধু কুচক্রী মহল নিজেদের ছত্রছায়ায় রাখেন।
বালুচর এলাকায় ছোট ছোট কিছু চায়ের হোটেল রয়েছে, আর সেই চায়ের হোটেলগুলোতে শিশু কিশোররা আড্ডা দিয়ে সময় পাড় করে জুয়ায় মগ্ন হয়ে।
রোজ সন্ধ্যার পর থেকে এলাকার বিভিন্ন অলিগলিতে ১৪/১৫ বছরে ছেলেদের জমজমাট আড্ডা দিতে দেখা যায়, তাদের মাঝে সিনিয়র জুনিয়র নিয়ে অনেক সময় বড় ধরনের মারামারি হয়,
দাড়ালো অস্ত্র হাতে নিয়ে নিজেদের মাঝে ২ পক্ষ তৈরি হয়ে, এক পক্ষ অন্য পক্ষকে দাওয়া পাল্টা দাওয়া করে, পরবর্তীতে একটি মহল উভয় পক্ষকে ডেকে মিলিয়ে দেওয়া হয়, স্থানীয় এলাকাবাসী কেউ কোন প্রতিবাদ করার সাহস পায়না এই শিশুকিশোর গ্যাংদের বিরুদ্ধে।
এতে, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশি তৎপরতা বাড়াতে হবে বলে জানান এলাকাবাসী।
Leave a Reply